Khoborerchokh logo

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ টন পলিথিন জব্দ । 317 0

Khoborerchokh logo

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ টন পলিথিন জব্দ ।

মোছাদ্দিকুর রহমান মুছা
গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা ভোগড়া বাইপাসে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।গতকাল বৃহস্পতিবার ২৬নভেম্বর ২০২০ গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা অভিযানের নেতৃত্ব দেন।গাজীপুর পরিবেশ অধিদফতরের রিসার্চ অফিসার মো.আশরাফ উদ্দিন জানান,জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে বাজারের বাপ্পি,ভোলানাথ, আতাউর এবং আকাশ স্টোরকে আলাদাভাবে চার হাজার,সোহাগ স্টোরকে পাঁচ হাজার,রায়হান স্টোরকে এক হাজার,মিজান স্টোরকে ১৫ হাজার টাকাসহ সাত দোকান মালিককে সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা এবং আনুমানিক তিন টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন(শপিংব্যাগ)ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো.মমিন ভূঁইয়া,পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন ।উপস্থিত উৎসুক জনতা জানায়,এই ধরনের অভিযান চলমান থাকলে অসাধু ব্যবসায়ীরা আর নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রয় করবেন না । আমরাও কাপড়ের অথবা চটের তৈরী ব্যাগ   ব্যবহারে অভ্যস্থ হব ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com